Sylhet View 24 PRINT

মাধবপুরে সায়হাম টেক্সটাইলে আগুনে নিয়ন্ত্রনে, ক্ষতি ৭৫ কোটি টাকা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১১ ১৯:৪০:৫৩

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে নয়াপাড়ায় সায়হাম টেক্সটাইল মিলের গোদামের আগুনে প্রায় ১৬ ঘন্টা পর নিয়ন্ত্রনে এসেছে। মঙ্গলবার সন্ধ্যার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রন করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের প্রায় ৭৫ কোটির টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মিল কতৃপক্ষ।

মঙ্গলবার সন্ধ্যায় সায়হাম টেক্সটাইলের ভাইস চেয়ারম্যান সৈয়দ সাফখাত আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় অগ্নিকান্ডে ১৬ হাজার বেল তুলাসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি।

এর আগে সোমবার রাত ২টার দিকে ওই প্রতিষ্ঠানে আগুনের সূত্রপাত হয়। আগুণ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ১২ ঘণ্টা তৎপরতা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার দুপুর ২টার দিকে আগুনের ভয়াবহত কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসে সন্ধ্যার পর।
 
সায়হাম টেক্সটাইল মিলের প্রকৌশলী রেজা আহমেদ জানান, রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস টিম আসে। পরে তাদের সঙ্গে এসে যোগ দেয় শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও সিলেট ফায়ার সার্ভিসের টিম। ফায়ারর সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ১৬ ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এদিকে, খবর পেয়ে হবিগঞ্জের ডিসি মাহমুদুল কবীর মুরাদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/১১ ডিসেম্বর ২০১৮/কেএস/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.