আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বাবা জীবিত থাকলে আ.লীগ ত্যাগ করতেন: রেজা কিবরিয়া

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৫ ২২:১১:২১

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত নেতা শাহ এ এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘বাবা জীবিত থাকলে আওয়ামী লীগ ত্যাগ করতেন। কারণ আওয়ামী লীগের রাজনীতি এখন আর আগের মতো নেই। আওয়ামী লীগের রাজনীতি নষ্ট হয়ে গেছে।’

শনিবার বিকেলে বাহুবল উপজেলার একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন- ‘বাবার স্বপ্নপূরণ করতে আমি জনগণের কাছে এসেছি। বড় চাকরি ছেড়ে আজ জনগণের সেবায় নিয়োজিত হয়েছি। এমপি প্রার্থী হয়েছি ধানের শীষ প্রতীক নিয়ে।’

তিনি আরও বলেন, ‘আমি এমপি নির্বাচিত হলে ভিক্ষার জন্য কারও কাছে কাউকে হাত পাততে হবে না। এখানের প্রতিটি মানুষের উন্নয়নে আমি কাজ করব।’

রেজা কিবরিয়া বলেন- ‘বাবার ইচ্ছা ছিল বাহুবল-নবীগঞ্জের এমপি হয়ে জনগণের সেবায় নিজেকে আত্মনিয়োগ করবেন। বাবার জীবদ্দশায় তা সম্ভব হয়নি। বাবার স্বপ্নপূরণে আমি এমপি প্রার্থী হয়েছি। বাবার স্বপ্নপূরণ করতে, আমি বিদেশে অনেক টাকা বেতনের চাকরি ছেড়ে জনসেবায় আত্মনিয়োগ করেছি। আমি পাবলিক সার্ভেন্ট হিসেবে জনগণের মাঝে বেঁচে থাকতে চাই।’

নিজের মনোনয়ন বাতিলের বিষয়ে দুঃখ প্রকাশ করে রেজা কিবরিয়া বলেন, ‘অযথা সাড়ে ৫ হাজার টাকা ঋণখেলাপি দেখিয়ে আমার মনোনয়নপত্র বাতিল করা হলো। অপরদিকে ৫ হাজার কোটি টাকার ঋণখেলাপি ব্যক্তির মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হলো।’

তিনি বলেন, ‘ওরা আমাদের ভয় পায়। তাই ড. কামাল হোসেন, আসম রব ও আমার ওপর হামলা চালিয়েছে ওরা। আমরা ভীরু নই, হামলা-মামলা আমরা ভয় পাই না। দেশ এখন অন্ধকারে। ৩০ ডিসেম্বরের পর আলোতে আসবে প্রিয়দেশ। আমাদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

এর আগে বিকেল ৩টায় রেজা কিবরিয়া নেতাকর্মীদের নিয়ে পুরো বাহুবল বাজার ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারণা করেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাজুসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সিলেটভিউ/১৫ ডিসেম্বর ২০১৮/কেএস/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন