আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৮ ২০:৫৯:৩৩

হবিগঞ্জ প্রতিনিধি :: একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় হবিগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুর থেকে বিজিবি সদস্যরা বিভিন্ন এলাকায় টহল শুরু করেছেন। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মাঠে থাকবেন বিজিবি সদস্যরা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান বিজিবি মোতায়েনের তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবিগঞ্জে ইতোমধ্যে ১০ প্লাটুন (১ প্লাটুনে ২০ জন) বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁরা হবিগঞ্জের ৪টি সংসদীয় আসন এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।’

তিনি আরও বলেন, ‘আপাতত ১০ প্লাটুন বিজিবি মাঠে নামানো হয়েছে। নির্বাচনে পরিস্থিতি অনুযায়ি প্রয়োজন হলে এর সংখ্যা আরও বাড়ানো হবে।

সিলেটভিউ/১৮ ডিসেম্বর ২০১৮/কেএস/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন