Sylhet View 24 PRINT

নবীগঞ্জে নুসরাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৭ ২১:২৪:৪৮

হবিগঞ্জ প্রতিনিধি :: ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা এবং নারী নিপীড়ন ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নবীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে ‘নবীগঞ্জ জে কে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৫’ ব্যাচ এর আয়োজনে শহরের হীরামিয়া গার্লস হাই স্কুলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

৯৫’ ব্যাচ এর সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, হিরামিয়া গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য প্রধান শিক্ষক মো. রুবেল মিয়া, সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, সাংবাদিক আলমগীর মিয়া, ৯৫’ ব্যাচ এর সদস্য আশফাক উজ্জামান চৌধুরী, এলেমান আহমেদ চৌধুরী, শিক্ষক কমলাকান্ত আচার্য্য, অজয় ধর, ফয়জুন আক্তার মনি, রিলেশন টু পিপলের ইমদাদ শরীফ শাকিল, হাসান চৌধুরী, একমুঠো হাসি সংগঠনের সদস্য শেখ রায়হান সিদ্দীকি আসিফ, জাবেদুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ তার দোসরদের বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

সিলেটভিউ২৪ডটকম/১৭ এপ্রিল ২০১৯/কেএস/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.