Sylhet View 24 PRINT

হবিগঞ্জ পৌরসভার দায়িত্ব নিলেন মেয়র মিজানুর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৪ ২১:২৩:০৩

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মিজানুর রহমান।

রবিবার (১৪ জুলাই) হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে নতুন মেয়র মো. মিজানুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস।

দায়িত্বগ্রহণকালে মিজানুর রহমান বলেন- ‘হবিগঞ্জ পৌরবাসী যে প্রত্যাশা নিয়ে আমাকে মেয়র পদে দায়িত্ব দিয়েছেন আমি সে প্রত্যাশা পুরণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।’

তিনি বলেন- ‘সকলের সহযোগিতায় আমি পৌরসভার সমস্যাগুলো একে একে সমাধান করে পৌরসভাকে আদর্শ ও নান্দনিক পৌরসভা হিসেবে গড়ে তুলার আপ্রাণ চেষ্টা করবো।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, মো. আব্দুল আউয়াল মজনু, মো. আলমগীর, শেখ মো. উম্মেদ আলী শামীম, খালেদা জুয়েল, অর্পনা পালসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দায়িত্ব গ্রহণের পর এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে পৌরবাসীর মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। পরে নতুন মেয়র মো. মিজানুর রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য- গত ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মেয়র পদ হতে পদত্যাগ করেন আলহাজ্ব জি কে গউছ। জানুয়ারি ২১ তারিখ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্যানেল মেয়র-১ দীলিপ দাস। নির্বাচন কমিশন মেয়র পদে উপনির্বাচনের আয়োজন করে জুন মাসের ২৪ তারিখ। উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মিজানুর রহমান মিজান নির্বাচিত হন। ১১ জুলাই তারিখ মেয়র হিসেবে তিনি শপথ গ্রহণ করেন।

সিলেটভিউ২৪ডটকম/১৪ জুলাই ২০১৯/কেএস/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.