Sylhet View 24 PRINT

হবিগঞ্জের ২ উপজেলা শতভাগ বিদ্যুতায়ন: ঘোষনা দিলেন প্রধানমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৩ ১৬:১২:২৪

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে নোয়াপাড়া জোনাল অফিস মাধবপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করার লক্ষ্যে নিরলস কাজ করেছে।

সেই কাজের ফসল হিসেবে শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে এ উপজেলা। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষণা দেন।

নোয়াপাড়া জোনাল অফিসে কর্মরত ডিজিএম মো. মোশারফ হোসেন জানান, উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সহ ২৭৩টি গ্রামে ৭৬৭৭৬ জন গ্রাহক কে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে। নতুন  ১২১৪ কিঃমিঃ বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোতাহার হোসেন জানান, মাধবপুর, নবীগঞ্জসহ ২টি উপজেলাকে প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যুতের আওতায় আসার ঘোষনা দিয়েছে। আমার জানামতে ঐ ২ উপজেলার কোন গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হয়নি।

সিলেটভিউ২৪ডটকম/১৩ নভেম্বর ২০১৯/এসসি/এসডি


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.