Sylhet View 24 PRINT

চুনারুঘাটের সাতছড়ি উদ্যানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন অভিযান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৭ ২০:৩৯:৫৬

চুনারুঘাট প্রতিনিধি :: হবিগঞ্জের চুনরারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে ফটোগ্রাফিক সোসাইটি অব হবিগঞ্জ'র উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান,  সচেতনতামুলক সাইনবোর্ড ও স্টিকার লাগানো এবং  বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (০৭ ডিসেম্বর) সোসাইটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পালিত এ কার্যক্রমের উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. মাহমুদ হাসান।

ফটোগ্রাফিক সোসাইটি হবিগঞ্জের সেক্রেটারি মো. মাসুক মিয়ার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান, অতিরিক্ত সচিব ও সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি জালাল আহমেদ, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশ, জাতীয় উদ্যানের সিএমসি সভাপতি ও ইউপি চেয়ারম্যান শামছুন্নাহার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আকবর হোসেন জিতু, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এড. মনসুর উদ্দিন ইকবাল. হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, ডা. আল আমিন সুমন, সিএমসি সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ সত্যেন্দ্র চন্দ্র দেব, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে নানা কর্মসূচীর মধ্যে আলোচনা-সভা ছাড়াও মনোরম প্রাকৃতিক পরিবেশে ছবি তোলা এবং ট্রেইল হাইকিং ছিল আকর্ষণীয়। এতে ফটোগ্রাফিক সোসাইটির শতাধিক সদস্য ছাড়াও আগত  অতিথিরা অংশ নেন।

সিলেটভিউ২৪ডটকম/৭ ডিসেম্বর ২০১৯/প্রেবি/এসএইচ



সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.