Sylhet View 24 PRINT

চুনারুঘাট সীমান্তে চা পাতা চোরাচালান বন্ধে টাস্কর্ফোস গঠন করা হবে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১০ ২০:৩১:৪৩

চুনারুঘাট প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে ভারতীয় চা পাতার চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় টাস্কর্ফোস গঠনের সিদ্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। সভায় যে কোন মুল্যে সীমান্তে মাদক ও চা পাতা চোরাচালান বন্ধের ঘোষনা দেয়া হয়। জনপ্রতিনিধি, পুলিশ, বিজিবি'র সাথে চা বাগানের প্রতিনিধি ও সাংবাদিকরাও থাকছেন কমিটিতে।

উপজেলা, ইউনিয়ন ও সীমান্তবর্তী চা বাগানগুলোতে এ ধরণের কমিটি হচ্ছে। স¤প্রতি সময়ে ভারতীয় নি¤œমানের চা পাতা বাংলাদেশে প্রবেশের ফলে দেশীয় চা বাগানগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চা বাগান মালিকদের লোকসান গুনতে হচ্ছে কোটি কোটি টাকা। বিষয়টি নিয়ে সরকারের উর্ধ্বতন মহলে প্রতিনিয়ত আলোচনা চলছে। এই অবস্থায় চা পাতা পাচার বন্ধ না হলে, বাংলাদেশের চা শিল্প ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা  রয়েছে।

সীমান্তে চোরাচালান প্রতিরোধ এর লক্ষে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগান কোম্পানি বাংলোতে এক বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে ও চন্ডিছড়া চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্যাহ পিপিএম, বিজিবি'র ৫৫ ব্যাটালিয়ন এর কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহিদুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া ও মর্জিনা আক্তার, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কাদির লস্কর, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ নাজমুল হক, সাটিয়াজুড়ি ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ মাস্টার, দেওরগাছ ইউপি চেয়ারম্যান চৌধুরী শামসুন্নাহার, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান শামীম, দেউন্দি চা বাগানের ম্যানেজার রিয়াজ আহমেদ, নালুয়া চা বাগানের ম্যানেজার জহিরুল ইসলাম, আমু চা বাগানের ম্যানেজার হাবিবুর রহমান, চানপুরঁ চা বাগানের ম্যানেজার শামীম হুদা ও তেলিয়াপাড়া চা বাগান ম্যানেজার সমত কুমার, সাংবাদিক নুরুল আমিন, আব্দুর রাজ্জাক রাজু, আজিজুল হক নাসির ও মীর জুবায়ের আলম প্রমুখ।

সভায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র ১২টি বিওপি'র কমান্ডার ও সুবেদার উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১০ ডিসেম্বর ২০১৯/জিলানী/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.