Sylhet View 24 PRINT

বানিয়াচংয়ে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১২ ১৩:৪৩:২৭

বানিয়াচং প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচংয়ে অনুসন্ধানী সাংবাদিক ইমদাদ হোসেন খানকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিনিয়র সাংবাদিক আঙ্গুর মিয়া'র সভাপতিত্বে এবং সাংবাদিক তৌহিদুর রহমান পলাশের সঞ্চালনায় বানববন্ধনে বানিয়াচংয়ে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সবধরনের শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সাংবাদিক ইমদাদ হোসেন খান বলেন, কাফনের কাপড় ভয় পাই না। সবাইকে একদিন মরতে হবে। আজকের এ মানবন্ধনের উদ্দেশ্য হলো হুমকি দাতাকে অবগত করা যে অনুসন্ধানের মাধ্যমে তাকে খুঁজে বের করা হবে। দেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা থানায় জিডি করেছি মাত্র।'

চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হুমকি দাতাকে তিনি আইনের কাছে আত্মসমর্পন করার আহবান জানান। অন্যতায় তাকে খুঁজে বের করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি কাফনের কাপড় ও দাফনের বিভিন্ন উপকরণ পাঠিয়ে সাংবাদিক ইমদাদ হোসেন খানকে হত্যার হুমকি প্রদান করে দুর্বৃত্তরা। তাছাড়া চিরকুটে অকথ্য ভাষায় সাংবাদিককে গালিগালাজও করে তারা।

সিলেটভিউ২৪ডটকম/১২ ডিসেম্বর ২০১৯/জেইউ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.