Sylhet View 24 PRINT

গুণগত শিক্ষা অর্জন করতে হবে: বিমান প্রতিমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৮ ১৭:৪৩:৪১

মাধবপুর প্রতিনিধি :: বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন, জাতিসংঘের ঘোষনা অনুযায়ী টেকসই উন্নয়নের লক্ষ্যে মান সম্পন্ন শিক্ষা অর্জন করতে হবে। সেজন্য বর্তমান সরকার তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক শিক্ষার জন্য দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করছেন। ছাত্র ছাত্রীদের জন্য কোটি কোটি বই বিনামূল্যে বিতরণ করে যাচ্ছে। সরকারি ইচ্ছা হচ্ছে কারিগরি শিক্ষায় ছাত্র ছাত্রীদের শিক্ষিত করে দক্ষ জনশক্তি গড়া।

শুক্রবার বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ে চার তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোসাব্বির হোসেন বেলালের সভাপতিত্তে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুবা নাসতারান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর নূর, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, ধর্মঘর ইউ/পি আওয়ামী লীগ সভাপতি পারুল আহমেদ, সেক্রেটারী মিজবাউল বর পলাশ, সাবেক সভাপতি আব্দুল হাই, চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, হরষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া, প্রধান শিক্ষক ফারুক আহমেদ, প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, যুবলীগ নেতা আবু তাহের, মুক্তিযুদ্ধা সেলিম চৌধুরী, ইউ/পি সদস্য আব্দুল আওয়াল, ছাত্রলীগ নেতা সোহেল মিয়া প্রমূখ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৮০ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হবে।


সিলেটভিউ২৪ডটকম/২৮ ফেব্রুয়ারি ২০২০/এসসি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.