Sylhet View 24 PRINT

করোনা: মাধবপুরের বাজারে কমেনি জনসমাগম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৮ ২১:৫৭:৫২

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে করোনা আতঙ্ক ছড়িয়েছে গ্রামে গঞ্জে।  তবে সচেতনতা বৃদ্ধিতে উপজেলার হাট-বাজারে অনেকটা গাদাগাদি করেই চলছে বাজার সদাই।

শনিবার  মাধবপুর পৌর বাজারে সহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হাটে আসা অধিকাংশ মানুষই জানেন না এর বিস্তার সম্পর্কে। কেউ-কেউ এ নিয়ে আতঙ্কিত। আপাতত হাট-বাজার খোলার নির্দেশনা সকাল ৮ থেকে বিকেল ৩ টা পর্যন্ত।

আপাতত হাট-বাজার সকাল ৮ থেকে বিকেল ৩ টা পর্যন্ত খোলার নির্দেশনা থাকলেও সরেজমিনে ঘুরে দেখা যায়,  হাট-বাজারের নির্দিষ্ট সময় ছাড়াও দোকান খোলা থাকে।

সিলেটভিউ২৪ডটকম/ ২৮ মার্চ ২০২০/শামিম/ জুনেদ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.