Sylhet View 24 PRINT

হবিগঞ্জে সেনাবাহিনীর পর এবার মাঠে নামলো র‌্যাব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৯ ০২:০৭:০৯

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ :: প্রাণঘাতী করোনা মোকাবিলায় হবিগঞ্জে সেনাবাহিনীর পর এবার মাঠে নামলো র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার রাতে র‍্যাব-৯ এর একটি দল হবিগঞ্জের বিভিন্ন সড়কে সচেতনতামূলক মাইকিং করে।

এর আগে শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে একটি টিম মাঠে নামে।
সন্ধ্যায় হবিগঞ্জ শহরের প্রধান সড়কে একাধিক গাড়ি ও মোটসাইকেল নিয়ে টহল দেয় র‍্যাব সদস্যরা। একইসঙ্গে সবাইকে ঘরে থাকতে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য মাইকিং করেন। 
বিশেষ করে র‍্যাব সদস্যরা জেলার বিদেশফেরতদের এবং একইসঙ্গে তাদের সংস্পর্শে যারা গেছেন তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতেও বিভিন্ন ধরনের নজরদারি চালানো হয়েছে বলে জানিয়েছেন এএসপি আনোয়ার হোসেন শামীম।
তিনি বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। হবিগঞ্জেও দেখা দিতে পারে এই সংক্রমণ। এ থেকে উত্তরণ পেতে সচেতনতার বিকল্প নেই। জনসচেতনতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে র‍্যাবও।
সিলেটভিউ২৪ডটকম/ ২৯ মার্চ ২০২০/ কাজল/ শাদিআচৌ 

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.