Sylhet View 24 PRINT

মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক এখন ফাঁকা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-৩০ ১৭:৩৯:৩০

মাধবপুর প্রতিনিধি :: বিশ্ব থমকে দেয়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ করা ঘোষণা করায় কোন বাসট্যান্ড থেকে বাস ছেড়ে যায়নি। বাসট্যান্ডে বাসগুলো পার্কিং করে রাখা হয়েছে। ফলে চিরচেনা মাধবপুরের ঢাকা-সিলেট সড়ক এখন ফাঁকা।

সোমবার (৩০ মার্চ) মাধবপুর বাস স্ট্যান্ড ও সি,এন,জি স্ট্যান্ডগুলো ঘুরে দেখা গেছে, স্ট্যান্ডগুলোতে বিরাজ করছে সুনসান নিরবতা। নেই কোনো ভিড়, নেই গাড়ির ইঞ্জিন আর হর্নের শব্দ, পরিবহণ শ্রমিকদের তোড়জোড়-আড্ডা কিছুই নেই। স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে সারি সারি গাড়ি, তবে সড়ক-স্ট্যান্ড সব জায়গা আজ জনমানবশূন্য ফাঁকা।
মাধবপুরে বেশ কয়েকজন পরিবহন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, দিনমজুর শ্রেণির এই মানুষগুলোর জীবিকা আসে প্রতিদিনের কাজের ওপর ভিত্তি করে। কিন্তু সে আয়ের পথ এখন বন্ধ। এমন অবস্থায় মাধবপুর পরিবহনে ‘দিন আনে দিন খায়’ শ্রমিকরা আছেন বিপাকে। কষ্টে কাটছে তাদের দিন। এভাবে আরো কিছুদিন চললে চোখে সর্ষেফুল দেখবেন বলে তাদের মন্তব্য।
সিলেটভিউ২৪ডটকম/৩০ মার্চ ২০২০/এসএইচসি/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.