Sylhet View 24 PRINT

নবীগঞ্জে প্রথম করোনা উপসর্গ নিয়ে মহিলার মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৪ ১৮:১৬:৪০

নবীগঞ্জ সংবাদদাতা :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসী গ্রামে গৃহবধূ রুবি দাশ (৩০) করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয় তার।

মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করেছে হাসপাতাল কতৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের বাউসী গ্রামের নিহত গৃহবধূর স্বামী দীর্ঘ দিন ধরে সিলেটের জৈন্তাপুর উপজেলার ঔষধের ব্যবসা করতেন। গত কয়েকদিন যাবৎ ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার গভীর রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

তার ৩ বৎসরের একটি ছেলে সন্তান আছে। জৈন্তাপুর বাজারে একটি ভাড়া বাসায় থাকতেন।

এদিকে করোনার উপসর্গ নিয়ে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ কারণে তার লাশ সৎকারে এলাকার কোনও লোক এগিয়ে আসেননি। পরে পরিবার লোকজন বিকাল ৪টায় তার লাশ দাহ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, মহিলার নমুনা পরীক্ষার রির্পোট আসা পর্যন্ত সৎকারে যাওয়া সকল সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

তথ্য দিয়ে সহযোগিতা করায় জেলা করোনা প্রতিরোধে কমিটির উপজেলা প্রতিনিধি সলিল বরণ দাশ ও ইউনিয়ন প্রতিনিধি সুমেশ চন্দ্র দাশসহ তার টিমের অন্যদের প্রশংসা করেন তিনি। 


সিলেটভিউ২৪ডটকম/০৪ জুন ২০২০/এসবিডি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.