Sylhet View 24 PRINT

হবিগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৬ ১৪:০৬:৪১

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জে বজ্রপাতে এক বৃদ্ধসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার বেলা ১১টার দিকে জেলার আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জে পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার রনিয়া গ্রামের মৃত মালিক মিয়ার ছেলে মারফত আলী (১৭), একই গ্রামের আবেদ আলীর ছেলে রবিন (১৬) এবং শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের তুতা মিয়ার ছেলে আছকির মিয়া।

জানা যায়- শনিবার সকালে আজমিরীগঞ্জের কুশিয়ারা নদীতে মাছ ধরতে যান নিহত মারফত আলী ও রবিনসহ ৫ কিশোর। এ সময় বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। সাথে থাকা তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অন্যদিকে, শায়েস্তাগঞ্জের নুরপুরে ছেলের খুঁজে মাঠে দিয়ে বজ্রপাতে আছকির মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের তুতা মিয়ার ছেলে।

উল্লেখ্য, গত দুইদিনে হবিগঞ্জে বজ্রপাতে ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জেলাজুড়ে বজ্রপাত আতঙ্ক দেখা দিয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/০৬ জুন ২০২০/কেএস/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.