Sylhet View 24 PRINT

নবীগঞ্জে জেলা করোনা প্রতিরোধে সেচ্ছাসেবক টিমের উদ্যোগে ত্রাণ বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-২৮ ১৬:০৯:০৭

নবীগঞ্জ সংবাদদাতা :: নবীগঞ্জে করোনাভাইরাস ও বন্যা আক্রান্ত ৬০টি কর্মবঞ্চিত  পরিবারের মাঝে হবিগঞ্জ জেলা প্রশাসন, নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় ত্রান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে ৩ টায় জেলা করোনা প্রতিরোধে সেচ্ছাসেবক টিমের নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি সলিল বরণ দাশের সার্বিক পরিচালনায় আইডিয়াল উইমেন্স কলেজ প্রাঙ্গনে সামাজিক দূরত্ব মেনে ত্রান বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল।

বিশেষ অতিথি ছিলেন জেলা করোনা প্রতিরোধে সেচ্ছাসেবক টিমের আহবায়ক ব্যারিস্টার রূহুল আমীন মোল্লার (মিহন), নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সরোয়ার শিকদার, করোনা প্রতিরোধের বাঘাসুরা প্রতিনিধি বায়জিদ মহলদার, নবীগঞ্জ আ্ইডিয়াল উইমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমদ, সুমন আহমেদ চৌধুরী, বড় ভাকৈর পশ্চিম প্রতিনিধি সুমেশ চন্দ্র দাশ, আউশকান্দি প্রতিনিধি সুলতান মাহমুদ, নবীগঞ্জ সদর প্রতিনিধি সিদ্ধার্থ শঙ্কর ভট্রার্চায্য, ইনাতগঞ্জ প্রতিনিধি মিঠু দেব, ৩ নং ওয়ার্ড প্রতিনিধি রেজওয়ান ইসলাম শাকিল, ৬ নং ওয়ার্ড প্রতিনিধি আরমান চৌধুরী সুবেল, ৯নং ওর্য়াড প্রতিনিধি নাদিম উদ্দৌলা চৌধুরী ও তায়েফ চৌধুরী প্রমুখ। 

সভায় প্রধান অতিথি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল তার বক্তব্যে জেলাব্যপি করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখার জন্য জেলা করোনা প্রতিরোধে সেচ্ছাসেবক টিমকে ধন্যবাদ জানান। করোনা মহামারীর পাশাপাশি বন্যা দূর্গতদের পাশে দাড়াঁনোর জন্য সবাইকে আহবান জানান।


সিলেটভিউ২৪ডটকম/২৮ জুলাই ২০২০/এসবিডি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.