Sylhet View 24 PRINT

মালয়েশিয়ায় নিহত মাধবপুরের ছোবানের লাশ আসছে আজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-৩০ ১৩:৫৪:৫০

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ :: মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টির মধ্যে পানির লাইলে কাজ করতে গিয়ে নিহত হবিগঞ্জের মাধবপুরের আ. ছোবান মিয়ার (৪০) লাশ আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০ টায় শাহজালাল আন্তজাতিক বিমানবন্দর আসছে । তারপর লাশ আ. ছোবানের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে সে মারা যায়। নিহত আ. ছোবান মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে।

ছোবানের মৃত্যুর খবর তার পরিবারের কাছে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। বৃব্ধা মা, সন্তান ও স্ত্রীর আহাজারি যেন থামছেই না। বছর দুয়েক আগে পরিবারের আর্থিক দৈন্যতা গুছাতে জমি বিক্রি করে আ. ছোবান পাড়ি জমান মালয়েশিয়ায়। সেখানে একটি কোম্পানির মাধ্যমে পাইপ ফিটারের কাজ পান তিনি। সংসারে কিছু সচ্ছলতা দেখা দেয়।

বৈশিক মহামারি করোনাভাইরাসের কারনে কয়েক মাস বেকার থাকার পর কিছু দিন আগে কাজে যোগ দেন। রোববার একটি ঠিকাদারি প্রতিষ্টানের মাধ্যমে পানির লাইনের (পাইপ ফিল্টার) কাজ করতে যায়। হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই পানির লাইনের পাইপে জোড়া গালানোর সময় উপর থেকে মাটি ধসে পড়ে।

এ সময় মাটি চাপা পড়ে তার মৃত্যু হয়। মা বৃদ্ধ আবেদা খাতুন শেষ বারের মত ছেলের মুখ দেখতে আহাজারি করছে। সরকারের কাছে পরিবারের দাবি আ. ছোবানের লাশটা যেন দেশে আনার ব্যবস্থা করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/৩০ জুলাই ২০২০/কেএস/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.