Sylhet View 24 PRINT

নবীগঞ্জে উচ্ছেদ অভিযান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-১৭ ২৩:০৬:৪৬

নবীগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের ষাটকাহন গ্রামে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ওই গ্রামের কামাল মিয়া দীর্ঘদিন ধরে সরকারী রাস্তা জোর পুর্বক দখল করে বাঁশসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে রাখেন। এতে আশপাশের লোকজনের চলাচলে পড়েন বিপাকে। 
এ ব্যাপারে একই গ্রামের আব্দুস সুবহান নামে এক ব্যক্তি উপজেলা সহকারী কমিশনার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে এ উচ্ছেদ অভিযান করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন- সার্ভেয়ার অলি উল্লাহ, নবীগঞ্জ থানার এস আই মো. আবু সাঈদ, এস আই মো. রতন মিয়া, গোপলার বাজার ভুমি অফিসের তফশিলদার বদরুল আলম।  
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. সরওয়ার শিকদার, ইউপি সদস্য মো. আল আমীন খান, সাবেক মেম্বার দিলবাহার আহমদ, আফিজ উদ্দিন, গোলেমান খান, মুজেফর আলী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ ১৭ সেপ্টেম্বর ২০২০/ সলিল/ কেআরএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.