Sylhet View 24 PRINT

মাধবপুরে ওসি আব্দুর রাজ্জাকের যোগদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০২-২০ ১৮:০৮:৪২

মাধবপুর প্রতিনিধি :: ভারতীয় সীমান্তবর্তী সিলেট বিভাগের প্রবেশদার মাধবপুর থানায় নতুন যোগদান করা অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

মাদক সামাজিক অস্থিরতার একটি বড় কারণ। মাদক নির্মূলে যতটুকু কঠোর হওয়া দরকার তাই তিনি করতে চান।  

মাদক নির্মূল ও আইনশৃংখলা উন্নয়নে তিনি সব মহলের সহযোগিতা কামনা করেছেন।

শুক্রবার সন্ধ্যায় মাধবপুর থানা হলরুমে থানা পুলিশ আয়োজিত অফিসার্স ইনচার্জ  ইকবাল হোসেনের বিদায় এবং নবাগত ওসির বরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক।

এস আই ফজলে রাব্বির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন, আপন মিয়া, ফারুখ পাঠান, আরিফুর রহমান, ইন্সপেক্টর গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্বা সুকোমল রায়, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, বেনু রঞ্জন রায়, ব্যবসায়ী নেতা শাহ মো. সেলিম, প্রেসক্লার সেক্রেটারি সাব্বির হাসান, মাধবপুর প্রেসক্লাবের  সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনু মাহমুদ সমন, এসআই জহিরুল ইসলাম ভুইয়া, কাউন্সিলর মোবারক মিয়া।

এছাড়াও জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-১০

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.