Sylhet View 24 PRINT

শায়েস্তাগঞ্জ থানা পুলিশের মাস্ক বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১২ ২০:১০:৫৫

হবিগঞ্জ প্রতিনিধি :: স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পড়া বাধ্যতামূলক করে সরকার প্রজ্ঞাপণ জারি করলেও মানছেন না অনেকেই। স্বাস্থ্যবিধি মানাতো দূরের কথা বাহিরে বের হলে মাস্ক পড়তে অনিহা অধিকাংশ মানুষের। ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষকে মাস্ক পড়াতে মাঠে নামতে হয়েছে প্রশাসনকে।

সোমবার সকালে পরিবহণ শ্রমিক ও সাধারণ যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে এ মাস্ক বিতরণ করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।

তিনি বলেন, ‘করোনা সংক্রমণের শুরু থেকে মানুষকে সচেতন করতে মাঠে কাজ করে যাচ্ছে পুলিশ প্রশাসন। সংক্রমণের প্রথম ঢেউয়ে হবিগঞ্জ পুলিশের পক্ষ থেকে মাস্ক ও ত্রাণ বিতরণ করা হয়েছে। লকডাউন নিশ্চিতে দিনরাত মাঠে কাজ করেছে পুলিশ। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এরই অংশ হিসিবে হবিগঞ্জ পুরিশ সুপার মহোদয়ের নির্দেশে মাস্ক বিতরণ করা হচ্ছে। পাশাপাশি মানুষকে স্বাস্থ্যবিধি মানতে ও মাস্ক পড়তে অনুরোধ করা হচ্ছে।’

সিলেটভিউ২৪ডটকম/ ১২ এপ্রিল ২০২১/কাজল/জুনেদ     
 

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.