Sylhet View 24 PRINT

নবীগঞ্জে স্বাস্থবিধি না মানায় ৫ জনকে অর্থদন্ড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৩ ১৯:০৮:০৭

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: করোনাভাইরাসের সংক্রমণ রোধে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সচেতনতামূলক প্রচারণা ও অভিযান অব্যাহত রয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার কাজির বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন করোনা প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট ও বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। এসময় মাস্ক পরিধান না করায় এবং স্বাস্থবিধি না মানায় ৫ জনকে ৬হাজার ৬শত টাকা অর্থদন্ড দেন।    

জানা যায়,  সোমবার বিকাল ৪টার দিকে কাজিরবাজার এলাকার বিভিন্নস্থানে মাইক ও লিফলেট হাতে নিয়ে সচেতনামূলক প্রচারণা ও বিনামূল্যে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থবিধি না মানায় মোবাইল কোর্ট এর মাধ্যমে ৫ জনকে ৬হাজার ৬শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

সকলকে স্বাস্থবিধি মেনে চলাফেরা করতে ও বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য আহবান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। এসময় নবীগঞ্জ থানার একদল পুলিশ উক্ত অভিযানের প্রসিকিউশনে সহায়তা করে।    

সিলেটভিউ২৪ডটকম/১৩ এপ্রিল ২০২১/সলিল/জুনেদ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.