Sylhet View 24 PRINT

সন্তানকে সুশিক্ষিত করতে মা বাবাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে: বিমান প্রতিমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-২৮ ১৮:১৯:১২

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহিত বাইসাইকেল, শিক্ষা উপকরন ও শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়।

শুক্রবার সকালে উপজেলা হলরুমে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী এমপি বলেন, দেশের মোট জনসংখ্যার এক ভাগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। তাদের জীবনমান উন্নয়নে আওয়ামী লীগ সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহন করেছেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা  করোনা প্রকোপের মাঝেও চলমান রয়েছে। সরকারের সহায়তা নিয়ে নিজের প্রতিষ্ঠিত করতে হবে। সন্তানদের সু শিক্ষায় শিক্ষিত করতে মা বাবাকে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন আহম্মেদ'র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান শহীদ উদ্দিন, সফিকুল ইসলাম, আপন মিয়া, আরিফুর রহমান, ফারুখ পাঠান ও প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান প্রমুখ।

উল্লেখ্য ১শ ১২ জন শিক্ষা উপকরন,৫২ জনকে শিক্ষা উপবৃত্তি ও ৪০ জন শিক্ষার্থীকে সাইকেল বিতরণ করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-১৫

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.