আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বান্ধবীর খপ্পরে মালয়েশিয়ায় প্রতারিত বাঙালি যুবক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-২১ ০০:৪৮:৪৭

বান্ধবীর প্রতারণায় ৮ লাখ ২০ হাজার টাকা খোঁয়ালেন এক বাংলাদেশি যুবক। মালয়েশিয়ায় ওই নারীর প্রতারণায় তার স্বামী এবং আরও দুই যুবক জড়িত ছিলেন।

মঙ্গলবার জালান পুডুর একটি হোটেলে মালয়েশিয়ান এক তরুণীর সঙ্গে দেখা করতে যান ৩১ বছর বয়সী ওই বাংলাদেশি তরুণ। এই তরুণ গত ১৩ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছে।

ডাং ওয়াংগি পুলিশের সহকারী কমিশনার সাহারুদ্দিন আব্দুল্লাহ জানিয়েছেন, ওই তরুণ ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ৮ লক্ষ ২০ হাজার টাকা) সঙ্গে নিয়ে ওই হোটেলে গিয়েছেন। তার বান্ধবী ধার হিসেবে ওই টাকাটা চেয়েছিলেন।

তবে হোটেল থেকে ওই তরুণকে প্রলুব্ধ করে বাইরে নিয়ে আসেন ওই তরুণী। এরপর স্বামীসহ দু’জনকে নিয়ে ওই তরুণের কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় সানওয়ে টেকনোলজি পার্ক থেকে ওই নারীর স্বামীকে আটক করে পুলিশ। একই সঙ্গে ছিনতাইয়ে ব্যবহৃত গাড়িটিও আটক করে পুলিশ। এছাড়া ওই তরুণীর অবস্থান সর্ম্পকে জানা যায় এবং ১ হাজার ৪৫০ রিঙ্গিত ও একটি মোবাইল জব্দ করা হয়। তবে অন্য দুই সঙ্গী এখনও পলাতক রয়েছে।


শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মালয়েশিয়া খবর

  •   মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৬৯ অভিবাসি আটক
  •   মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  •   প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার দাবি মালয়েশিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের
  •   মালয়েশিয়ায় বৈধ-অবৈধ সকল অভিবাসীদের ফ্রি টিকা প্রদানের ঘোষণা
  •   দেশে ফেরার পথে কুয়ালালামপুর এয়ারপোর্ট করোনা আক্রান্ত দুই বাংলাদেশি আটক
  •   মালয়েশিয়া ফেরার অনুমতি পাচ্ছেন না ছুটিতে থাকা প্রবাসীরা
  •   ফের লকডাউন কুয়ালালামপুর
  •   মালয়েশিয়ার 'এমএম গ্রুপ অফ কোম্পানি'র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে
  •   মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনারের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত
  •   মালয়েশিয়ায় শর্তসাপেক্ষে জুমার নামাজ আদায়ের অনুমতি