Sylhet View 24 PRINT

দেশে ফিরছে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির মৃতদেহ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১২ ১৮:২৫:৫৭

শাহাদাত হোসেন, মালয়েশিয়া :: বাংলাদেশে ফিরছেন আলামিনদের নিথর দেহ। গেল রোববার মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছাবে আজ (১২ এপ্রিল)।

মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-১৯৬ বিমানযোগে নিথর দেহে দেশে ফিরবেন তারা।

বাংলাদেশি ৫ তরুণের মরদেহ বহনকারী বিমানটি শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে। মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাস সূত্রে নিশ্চিত করেছে।

চাঁদপুর জেলার ফরিদগঞ্জের আল-আমিন (২৪)। ২০১৮ সালের আগস্টে মালয়েশিয়া গিয়েছিলেন তিনি। একই জেলার হাজীগঞ্জের সোহেল (২৪)। আল-আমিনের মতো তিনিও ২০১৮ সালের আগস্টে মালয়েশিয়া গিয়েছিলেন। নোয়াখালীর চাটখীলের গোলাম মোস্তফা (২২)। তিনি মালয়েশিয়া গিয়েছিলেন ২০১৮ সালের এপ্রিলে। কুমিল্লার লাকসামের মহিন (৩৭)। তিনি মালয়েশিয়া গিয়েছিলেন ২০১৮ সালের আগস্টে।

এ ছাড়া ২০১৮ সালে জুনে মালয়েশিয়া গিয়েছিলেন কুমিল্লার দাউদকান্দির রাজু মুন্সী (২৬)। ৭ এপ্রিলের দুর্ঘটনায় প্রাণ গেছে তারও।

রোববার (৭ এপ্রিল) একেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এমএএস কার্গো, জালান এস ৮ পেকেলিলিংয়ের পাশে তাদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই ঘটনায় আরও ৩৪ বাংলাদেশি আহত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম/১২ এপ্রিল ২০১৯/এসএইচ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.