Sylhet View 24 PRINT

আরব আমিরাতে প্রবাসীদের বৈধ হওয়ার সময় বেড়েছে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-৩১ ২২:২৫:০৮

কয়েছ আহমদ, আরব আমিরাত থেকে :: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশীসহ অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সময় আরো এক মাস বেড়েছ।

দেশটির সরকার ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ ১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে সে দেশে অবৈধ হয়ে পড়া বিদেশীরা বৈধতার নথিপত্র নিতে পারবেন। একইভাবে চাইলে জেল-জরিমানা ছাড়াই আউট পাস নিয়ে অবৈধরা এই সময়ে নিজ নিজ দেশে ফিরতে পারবেন।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপের ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার সাঈদ রাকান আল রাশিদী বলেন, আমিরাতে বসবাসকারী যারা এখনও থাকার বিষয়টি বৈধ করতে পারেনি, তাদের আরও বেশি সহায়তার লক্ষ্যে চলমান ভিসা অ্যামনেস্টি প্রকল্প বা সাধারণ ক্ষমা ১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত বাড়ানো হয়েছে।

দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান জানান, 'সাধারণ ক্ষমার মেয়াদ এক মাস বাড়ানোর পেছনে আমাদের রাষ্ট্রদূত ডা. মুহাম্মদ ইমরানের অগ্রণী ভূমিকা রয়েছে। এতে করে যে প্রবাসীরা এখনও বৈধতা নিতে পারেননি, তারাও বৈধ হওয়ার সুযোগ পাবেন। আশা করি, বাংলাদেশিরা এই সময়ের যথাযথ ব্যবহার করবেন।

সিলেটভিউ/৩১ অক্টোবর ২০১৮/কেএ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.