আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সৌদি আরবে বন্যা, বিপর্যস্ত জনজীবন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-২৪ ২১:৫০:৩৮

শুক্রবারের ভারি বৃষ্টিতে সৌদি আরবের অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্নসহ সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে ওইসব এলাকায়।

বুরাইদাহ শহরে তাদের প্লাবিত বাড়ি থেকে এই পযর্ন্ত ৪০ জনেরও বেশি লোককে উদ্ধার করে অস্থায়ী নিরাপদ আবাসস্থলে নিয়ে যাওয়া হয়েছে। সেই সাথে উনায়েযায এলাকার ১৫টি পরিবারকেও উদ্ধার করা হয়েছে। এছাড়া আল কাসিম এলাকায় সৌদি আরবের সিভিল ডিফেন্স দল শুক্রবার এ অঞ্চলে বন্যায় বেশ কয়েকটি উদ্ধার কাজ করেছে।

সৌদি আরবের সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল ইব্রাহিম ইবনে আল-খাইল এসব তথ্য জানান।

সৌদি কর্তৃপক্ষ জনসাধারণকে বিপজ্জনক এলাকা থেকে দূরে থাকতে এবং জারি করা নিরাপত্তা নির্দেশিকাগুলো মেনে চলতে অনুরোধ করেছে।

আল-খাইল আরও বলেন, সিভিল ডিফেন্সের নিরাপত্তা প্যাট্রোলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণে অব্যাহত রয়েছে এবং মামলার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা কর্তৃপক্ষের সাথে সমন্বয় করছে।

এদিকে মক্কার উদ্ধার দলগুলো বর্ষা মৌসুমের জন্য সতর্কতা ব্যবস্থা হিসেবে নির্ধারিত এলাকায় ইউনিট স্থাপন করেছে।

পবিত্র শহরটিতে বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র নাঈফ আল-শরীফ বলেন, ‘রেসকিউ দল, নিরাপত্তা প্যাট্রোল এবং সহায়ক সরঞ্জাম নির্দিষ্ট এলাকায় আগে থেকেই স্থাপন করা হয়েছিল।’

এদিকে সৌদি বিমান বাহিনীও আল-লিথের বন্যায় একটি উপত্যকায় তাদের গাড়ির উপরে আটকে থাকা দুই ভারতীয় নাগরিককে উদ্ধার করেছে।

সিভিল ডিফেন্সের মহাপরিচালক জনগণকে সতর্কতা অবলম্বন করতে এবং উপত্যকায়, বন্যার পানি এবং বিদ্যুৎ জেনারেটর থেকে দূরে থাকার আহ্বান জানান।

তাইফ শহর, আল-জাউফ, আল-বাহ, কাসিম ও তাবুক প্রদেশে প্রচণ্ড বৃষ্টিপাতে এই এলাকাগুলোই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।-ঢাকাটাইমস

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য খবর

  •   গ্রীষ্মের শুরুতে ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
  •   ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন
  •   আহমদ আরেফের মৃত্যুতে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর শোক
  •   মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক মুকিবের শোক
  •   সিঙ্গাপুরে আলোচিত বই বিক্রির তালিকায় প্রবাসী শরীফের ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’
  •   ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
  •   ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বিএনপি কাতার শাখা উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
  •   আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
  •   স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির সভা
  •   আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তা আঁখির স্বপ্নপূরণের পথে...