Sylhet View 24 PRINT

আমিরাতে জুড়ি ওয়েলফেয়ার এসোসিয়েশেনের বনভোজন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-২০ ১২:৪২:১৬

লুৎফুর রহমান, আমিরাত :: প্রবাসের ব্যস্ত জীবনে মন ভাল রাখার জন্য মাঝে মাঝে বনভোজন দরকার। এসব প্রীতি সম্মিলনে প্রবাসীদের মাঝে আন্তরিক প্রীতি আরো বৃদ্ধি পায়। এর প্রীতি দেশকে এগিয়ে নিতে সহায়ক। আরব আমিরাতের শারজাহে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা প্রবাসীদের সংগঠন জুড়ি ওয়েলফেয়ার এসোসিয়েশনের বনভোজনে এসব বলেছেন বক্তারা।

শুক্রবার শারজাহ ন্যাশনাল পার্কে এ উপলক্ষে দেশীয় নানা ধরণের খেলাধুলার আয়োজন করা হয়। পরে বিজয়ীেদেরকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রহমত আলী শোয়েব। সাধারণ সম্পাদক মোর্তুজা আলীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন। প্রধান বক্তা ছিলেন বড়লেখা সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হিরা মিয়া, আব্দুল কাদির, কুলাউড়া সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জুড়ি ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, শামীম আহমদ, আব্দুস শহিদ, আবু আশরাফ, আবুল হোসেন, আসাদ উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুল জব্বার, জসিম উদ্দিন, দুলাল আহমদ ও মোহাম্মদ সাঈদ সহ আরো অনেকে।

স্মরণকালের বৃহৎ অভিষেক ছিলো সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের অভিষেক। রেডিসন ব্লুতে গতবছর ১২০০ প্রবাসীর উপস্থিতিতে তা হয়েছিলো। আপনার এলাকার হাবিবুর রহমান চুনু ছিলেন ওই অভিষেক বাস্তবায়ন পরিষদের আহবায়ক আর ১৩ সদস্যের কমিটির আমিও ছিলাম একজন সদস্য। জানাবার জন্য লিখলাম কারণ আপনি সেদিন ছিলেন না তাই হয়তো জানেন না।

সিলেটভিউ২৪ডটকম/২০ জানুয়ারি ২০১৯/লুর/ইআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.