Sylhet View 24 PRINT

কাতারে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই বাংলাদেশী নিহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-০৪ ২৩:৩৭:০১

শুয়াইব আহমদ, কাতার প্রতিনিধি :: কাতারে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই বাংলাদেশীর মৃত্যুর ঘটনা ঘটেছে। কাতারের  রাজধানী দোহার আবু হামুর এলাকায় গতকাল বুধবার বিকালে দূর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- চট্টগ্রামের  রাউজান উপজেলার উত্তর সর্দার আমিন মুন্সি বাড়ির মোহাম্মদ সিরাজ ও ফটিকছড়ি উপজেলার ধর্মপুর সাইফুর বাড়ির মোহাম্মদ জাহেদ।

নিহতদের মরদেহ দোহা হামাদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাদের মরদেহ দেশে পাঠানোর ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, দূর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় আরো দুইজনকে উদ্ধার করে দোহার হামাদ হাসপাতালে ভর্তি করা হয়। আহত দুজন হলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুরের জমির উদ্দিন ও সৈয়দ হোসেন মিয়া।

এদিকে, সড়ক দূর্ঘটনায় রেমিট্যান্স যোদ্ধা দুই প্রবাসীর অকাল মৃত্যুতে কাতারে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের মাঝে সর্বত্র বিরাজ করছে শোকের ছায়া।

সিলেটভিউ২৪ডটকম/৪ এপ্রিল ২০১৯/এসএ/এমকে-এম


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.