Sylhet View 24 PRINT

কাতারে আইপিইউ'র সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-০৬ ১৬:৩২:৩৭

শুয়াইব আহমদ, কাতার প্রতিনিধি :: কাতারে ৬ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত ১৪০ তম আইপিইউ সম্মেলনে অংশ গ্রহণ করতে কাতার এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে ২১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল।

১২ জন সংসদ সদস্য ও সংসদের ৯ কর্মকর্তা দোহায় অনুষ্ঠিত ১৪০তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে অংশ গ্রহণ করবেন।

সফরসঙ্গীর মধ্যে রয়েছেন- হুইপ মোছাঃ মাহাবুব আরা বেগম গিনি, সাবের হোসেন চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, এম. আবদুল লতীফ, মো. হাবিবে মিল্লাত, আব্দুস সালাম মুর্শেদী, মোঃ আবদুস সোবহান মিয়া, মোঃ আফতাফ উদ্দিন সরকার, জুয়েল আরেং, শেখ তন্ময় এবং পনির উদ্দিন আহমেদ।

এ ছাড়াও প্রতিনিধি দলে জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ৯ কর্মকর্তা রয়েছেন।

কাতার এসে পৌঁছার পর বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি কাতারের সুরা কাউন্সিলের মাননীয় স্পীকার আহমেদ বিন আব্দুল্লা বিন যায়েদ আল মাহমুদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

উক্ত বৈঠকে বাংলাদেশ ও কাতারের বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

জানা গেছে, ১৬০টি দেশের ১৬০০ প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেবেন। এর মধ্যে বিভিন্ন দেশের ৮০ জন স্পিকার, ৪০ জন ডেপুটি স্পিকার, ৮০০ সংসদ সদস্য থাকছেন; যার মধ্যে ৩০ শতাংশ নারী, ১৯ শতাংশ তরুণ সংসদ সদস্য থাকছেন। সম্মেলনের প্রতিপাদ্য - "শাস্তি, নিরাপত্তা এবং আইনের শাসনের জন্য শিক্ষা বৃদ্ধির প্ল্যাটফরম হিসেবে সংসদ।"

কাতার প্রথমবারের মতো এই সম্মেলনের আয়োজন করেছে। দেশটি ২০০৬ সালে আইপিইউয়ের সদস্য হয়। সফর শেষে স্পিকার ৯ এপ্রিল দেশে ফিরবেন। আর প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের ১১ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/০৬ এপ্রিল ২০১৯/এসএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.