Sylhet View 24 PRINT

ওমানে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-০৮ ১৮:০৩:৪১

রেজওয়ান আহমদ সুজন, ওমান :: ওমানের রাজধানী মাস্কাট শহরের আমরাত নিজে ঘরে আত্মহত্যা করেন রেমিট্যান্স যোদ্ধা মো. সাব্বির হোসেন (২২)।

সোমবার (৬ জানুয়ারি) ওমানের রাজধানী মাস্কাট শহরের আমরাতে এ ঘটনাটি ঘটে।

মাত্র দেড় বছর আগে জীবনের তাগিদে মরুর দেশ ওমান এসেছিলেন ফটিকছড়ির বিবিরহাট বাজার সংলগ্ন কামরাঙ্গা পাড়ার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে সাব্বির হোসেন। তিনি কখনো হার্ডওয়ারের দোকান, কখনো মাংসের দোকানে চাকরি করে মোটামুটি প্রবাসী জীবন অতিবাহিত করেছিলেন।

সাব্বিরের বাবা ও বড় ভাইও ওমান প্রবাসী। তবে তার ভাই আর বাবা থাকেন প্রায় পাঁচ মাইল দূরে অন্য শহরে।

নিহত সাব্বিরের ভাই সাকিল বলেন, মৃত্যুের একটু আগে সে আমাকে ফোন করে তার ভিসা বদলির ব্যাপারে কথা বলেছিল। আমি জানিয়েছিলাম আরও এক মাস সময় লাগবে। কিন্ত সে বলেছিল, তার ভিসা বদলি না করে ভিসা দিয়ে আমার অপর এক ভাইকে দেশ থেকে নিয়ে আসতে।

তার সহকর্মী ও ঘনিষ্ট বন্ধু ফারুক বলেন, সোমবার প্রতিদিনের মতো মনোযোগী হয়ে হার্ডওয়ার দোকানে ডিউটি করছিল সাব্বির। দোকান থেকে সন্ধ্যার একটু আগে বের হয়ে বাড়িতে তার মায়ের সাথে ইমুতে ভিডিও কল করতে দেখি। কথা বলার কিছুক্ষণ পর আমার কাছে রুমের চাবি চেয়েছিল। আমাকে বলল, বার্থরুমে যাবো, চাবিটা দাও।

নিহত সাব্বিরের মালিক গিয়াস উদ্দিন বলেন, আমি মাগরিবের নামাজ পড়তে দোকান থেকে বাসায় গিয়ে দেখি রুমে সিলিং ফ্যানের সাথে সাব্বিরের ঝুলন্ত মরদেহ। পরে আরবার এবং তার ভাই ও বাবাকে বিষয়টা জানায়। খবর পেয়ে ওমান পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং মরদেহ নিয়ে যায়।

তিনি বলেন, ছেলেটি আমার দোকানে চাকরি করতো। কথাবার্তায় বেশ ভাল ছিল, সবার সাথে মিলেমিশে থাকত। ছেলেটির এমন মৃত্যু সত্যিই আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।

প্রেমঘটিত ব্যাপারের আত্মহত্যা করেছে কী না এমন প্রশ্নের জবাব জানতে চাইলে নিহত সাব্বিরের ঘনিষ্ট বন্ধু, সহকর্মী ফারুক বলেন, প্রেমঘটিত কোন ব্যাপার নয়, কারণ এ ধরণের কোন বিষয় থাকলে সে অন্তত আামার সাথে শেয়ার করতো।

এদিকে, ছেলের আত্মহত্যার খবর শুনে নিহত সাব্বিরের মা দুইবার স্ট্রোক করে এখন হাসপাতালে।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, মরদেহ দেশে পাঠানোর কাগজপত্র তৈরি হয়ে গেছে, বুধবার (৮ জানুয়ারি) মরদেহ দেশে আসবে।


সিলেটভিউ২৪ডটকম/০৮ জানুয়ারি ২০২০/আরএএস/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.