Sylhet View 24 PRINT

আমিরাতে 'বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট' এর বর্ণাঢ্য উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৫ ১৪:২০:২৬

লুৎফুর রহমান, আরব আমিরাত ::  সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আয়োজিত 'বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২০' নামক দুটি টুর্ণামেন্টের উদ্ভোধন করা হয়েছে।

শুক্রবার অসংখ্য প্রবাসিদের উপস্থিতিতে লাল সবুজের বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। এ সময় স্থানীয় উর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটির বিশিষ্টজন এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি এবং বাংলাদেশ কমিনিউটি আমিরাতের  যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু'র জন্মশতবর্ষ উদযাপন কে স্মরণীয় করে রাখতে এই আয়োজন  বলে জানানো হয়েছে।

কনস্যুলেট এবং কমিনিউটি  আয়োজিত টুর্ণামেন্টে আমিরাতের ১৬টি শহর, উপশহর হতে ১৬ টি টিম অংশ নিয়েছে। প্রতি শুক্রবার আমিরাতের নানা প্রদেশে একেকটি খেলা অনুষ্ঠিত হবে। খেলায় বিজয়ি দলকে ১০৭ গ্রামের স্বর্ণকাপ উপহার দেওয়া হবে। বঙ্গবন্ধুর ১০০ তম জন্মবার্ষিকী এবং আমিরাতের ৭টি প্রদেশ এই মিলিয়ে ১০৭ গ্রাম স্বর্ণ দিয়ে কাপ থাকবে বলে জানিয়েছেন কনসাল জেনারেল ইকবাল হোসেন খান।

অন্যদিকে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আমিরাত কেন্দ্রীয় কমিটি'র আয়োজিত টুর্ণামেন্টে পার্শ্ববর্তী দেশ ওমান সহ আমিরাতের বিভিন্ন প্রদেশ হতে ১৬ টি টিম অংশ নিয়েছে।

কনসুলেটের উদ্বোধনী খেলায় প্রথম বিডি কমিনিউটি রাস আল খাইমাহ কে ২/১ গোলের ব্যবধানে মাদাম বিডি কমিনিউটি পরাজিত করে বিজয় লাভ করে।

অন্য দিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খেলায় সেভেন স্টার মোরাব্বা ফুজিরাকে আল জেইন প্রপার্টি আজমান ২/৩ গোলে পরাজিত করে বিজয় নিশ্চিত করে।

সংযুক্ত আরব আমিরাত এর বিভিন্ন প্রদেশ হতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। যথাক্রমে অধ্যাপক আবদুস সবুর, মোহাম্মদ আকতার হোসাইন সি আই পি,আইয়ূব আলী বাবুল, মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, আরশাদ হোসেন হিরু, লায়ন নজরুল ইসলাম তালুকদার, হাজী শফিকুল ইসলাম, হাবিবুর রহমান, মাজহার উল্লাহ মিয়া, শেখ রুহুল আমিন, কাজী মোহাম্মদ আলী, সি এম আবদুল্লা, মোহাম্মদ রফিক, মোহাম্মদ আয়ুব, মোহাম্মদ আবদুল কাদের,মীর আহমদ, আনসারুল হক, আবদুল মতিন,বজল আহম্মদ, ওসমান গনি,কামরুল হাসান জুয়েল,সিরাজউদৌল্লাহ সহ আরো অনেকে।

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে সাধারণ সম্পাদক জয়নুল হক,যুগ্নসম্পাদক প্রকৌশলী মাহিউদ্দিন বেলাল রনি,মাঈনোউদ্দীন ফারুক,সাইফুউদ্দীন সাইফু,দেলোয়ার,জমির,নুর হোসেন,মোহাম্মদ মামুন,রোবেল হাসান, আল আমিন,প্রকৌশলী নাসির উদ্দীন,মোহাম্মদ হোসেন,হসিম,শান্ত ভূইয়া,ইয়াসিন মোল্লা,আলাউদ্দিন টিপু,নাসির উদ্দীন মুন্না,নাসির উদ্দীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসাবে ছিলেন ৭১টিভি, ৫২বাংলা টিভি, নিউজ ২৪, মাইটিভি,বাংলা টিভি, সি প্লাস সহ নানা প্রিন্ট মিডিয়া।

সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ মুছা।

সিলেটভিউ২৪ডটকম/২৫ জানুয়ারি ২০২০/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.