Sylhet View 24 PRINT

ওমানে মসজিদ সহ সকল ধর্মীয় উপাসনালয় বন্ধ ঘোষণা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-১৮ ১০:৪২:২১

রেজওয়ান আহমদ সুজন, ওমান :: ওমানে করোনাভাইরাস প্রতিরোধ মুসলমানদের পবিত্র ঘর মসজিদ সহ সকল অমুসলিম ধর্মীয় উপাসনালয় বন্ধ ঘোষনা করা হয়েছে। একই সাথে সমস্ত স্থল, সমুদ্রবন্দর ও বিমানবন্দর দিয়ে শুধু ওমানি নাগরিক প্রবেশ করতে পারবেন। তবে কোন ওমানি নাগরিক ওমানের বাহিরে যেতে পারবেননা।

গতকাল মঙ্গলবার ( ১৭ মার্চ) ওমানের কোভিড-১৯ করোনাভাইরাস প্রতিরোধ সুপ্রিম কমিটি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসহ বেশ কিছু নির্দেশনা ঘোষনা করেছে। জানা'যায় বুধবার ( ১৮ মার্চ) থেকে সুপ্রিম কমিটির সিদ্ধান্তগুলো কার্যকর করা হবে।

সুপ্রিম কমিটির সিদ্ধান্তগুলো পর্যায়ক্রমে :-

১. সমস্ত স্থল,সমুদ্রবন্দর ও বিমানবন্দর দিয়ে শুধু ওমানি নাগরিক প্রবেশ করতে পারবেন। তবে কোন ওমানি নাগরিক ওমানের বাহিরে যেতে পারবেননা।

২. মসজিদের অাজান দেওয়া হবে। তবে জামাতের সহিত নামাজ অাদায় করা হবেনা। সকল মসজিদ পরির্বত ঘোষনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

৩. সকল অমুসলিম ধর্মীয় উপাসনালয় বন্ধ।

৪. ওমানে সব ধরনের সভা,সমাবেশ,অনুষ্ঠান সহ সকল সম্মেলন স্থগিত

৫. খাবার ও ভোক্তা স্টোর, ক্লিনিক, চশমা দোকান এবং ফার্মেসী ব্যতীত শপিং মলে সমস্ত দোকান বন্ধ রাখতে হবে।

৬. সমস্ত পর্যটন এলাকা, সমুদ্রসৈকত সহ জনসাধারণের জন্য জমায়েত হওয়া স্থান বন্ধ থাকবে।

৭. হোম ডেলিভারি ব্যতীত হোটেলগুলিতে রেস্তোঁরা ও ক্যাফেতে খাবার পরিবেশের উপর নিষেধাজ্ঞা।

৮. জিম, স্বাস্থ্য ক্লাব,পুরুষ- মহিলাদের জন্য সেলুন এবং বিউটি পার্লার বন্ধ।

৯. মুত্রাহ মার্কেট, নিজওয়া মার্কেট, সিনা মার্কেটের মত ঐত্যিহবাহী বাজারগুলো ও শুক্রবারের জন্যপ্রিয় বাজারগুলো বন্ধ।

উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয় ( এমওএইচ) সর্বশেষ তথ্য অনুযায়ী ওমানে আরও ৯ জন করোনাভাইরাস রোগী শনাক্ত করা হয়। এ নিয়ে ওমানে করোনাভাইরাস রোগীর সংখ্যা ৩৩ জন। তবে এদের মধ্যে ৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
   
সিলেটভিউ২৪ডটকম/১৮ মার্চ ২০২০/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.