Sylhet View 24 PRINT

কাতারে করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৮ ১০:২৮:২৯

কাতার প্রতিনিধি :: কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার ৭ এপ্রিল কাতার জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মৃত্যুর সংবাদটি নিশ্চিত করা হলেও তাদের কোন পরিচয় জানা যায়নি।

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয় গত রবিবার দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ৭৪ বছর বয়েসী একজন নাগরিককে হাসপাতালে ভর্তি করা হলে তাকে পরিক্ষা করে রক্তে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায় ও চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার সকালে মৃত্যু বরণ করেন এবং অপরজনও ৫৯ বছর বয়সী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন মৃত্যু বরণ করেন।

মন্ত্রণালয় থেকে আরও জানানো হয় মঙ্গলবার নতুনভাবে আরও ২২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন যা নিয়ে এখন পর্যন্ত সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৫০ শে পৌঁছেছে।
এ-সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

জনস্বাস্থ্য মন্ত্রণালয় সমাজের সকলকে ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হ্রাস করতে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে সুরক্ষিত থাকার জন্য প্রয়োজনীয় সকল সতর্কতা অবলম্বন করার জন্য বার বার আহ্বান জানিয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/৮ এপ্রিল ২০২০/এএস/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.