Sylhet View 24 PRINT

কাতারে ঈদের দ্বিতীয় দিনে আক্রান্ত ১ হাজার ৭৫১, মৃত্যু ৩

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৫ ১৮:৩৭:৫৯

কাতার প্রতিনিধি :: কাতারে পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে করোনাভাইরাসে আরও ১ হাজার ৭৫১ জন নাগরিক নতুন ভাবে আক্রান্ত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (২৫ মে) স্থানীয় দুপুরে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৩৪১ জন নাগরিকের নমুনা সংগ্রহ করা হয়েছে। যাদের মধ্যে ১ হাজার ৭৫১ জন নাগরিকের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে দেশটিতে করোনাভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৪৬৫ জনে দাঁড়ালো।

এদিকে রবিবার সুস্থ হয়ে ঘরে ফিরেছেন আরও ১ হাজার ১৯৩ জন, এনিয়ে দেশটিতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১০ হাজার ৩৬৩ জনে পৌঁছেছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ হাজার ৭৬ জন।

মন্ত্রণালয় থেকে আরও জানানো হয় আজকে ৬৫ বছর ও ৬২ বছর এবং ৫২ বছর  বয়সের আরও ৩ জন কাতারে বসবাসকারী ব্যক্তির করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে, তবে তারা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।

এ পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সর্বমোট ২৬ জন। যাদের মধ্যে ৪ জন বাংলাদেশি, ২১ জন কাতারে বসবাসকারী ও ১ জন কাতারি নাগরিক।

এসময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয় গভীর সমবেদনা।

সিলেটভিউ২৪ডটকম/২৫ মে ২০২০/এসএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.