Sylhet View 24 PRINT

ওমানে করোনায় আক্রান্ত ৮ হাজার ১১৮ জন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৬ ১৬:৪১:৪৭

রেজওয়ান আহমদ সুজন, ওমান প্রতিনিধি :: মধ্যপাচ্য দেশ ওমানে প্রানঘাতী করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে প্রতিদিনই সবর্শেষ তথ্য নিয়ে অনলাইনে বিবৃতি প্রকাশ করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার (২৫ মে) করোনার সর্বশেষ তথ্য জানানো হয়নি।

তবে আজ (মঙ্গলবার) করোনার পরিস্থিতি নিয়ে অনলাইনে বিবৃতি প্রকাশ করে দেশটি।

মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে জানানো হয়, করোনায় নতুন করে শনাক্ত করা হয় ৩৪৮ জন, যাদের মধ্যে ১৭৭ জন প্রবাসী ও  ১৭১ জন ওমানি নাগরিক।

এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ১১৮ জন। 

এছাড়া, করোনা আক্রান্তের রোগীর মধ্যে নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৪ জন। এ নিয়ে দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৬৭ জন।

কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নতুন  মারা গেছেন আরও ১ জন। সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মারা গেছেন ৩৭ জন। আক্রান্ত আছেন ৬ হাজার ১৪ জন। যাদের মধ্যে ৩১ জন রোগী আইসিইউতে আছেন।


উল্লেখ্য, ওমানে করোনা মোকাবেলায় গঠিত সুপ্রিম কমিটির জারি করা নিষেধাজ্ঞা অমান্য এবং জনসাধারণে মাস্ক ব্যবহার না করা কারণে অনেক প্রবাসীদের জরিমানা ও গ্রেফতার করছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী।


সিলেটভিউ২৪ডটকম/২৬ মে ২০২০/আরএএস/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.