Sylhet View 24 PRINT

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম উপ-সদস্য নির্বাচিত হলেন ওমানের স্বাস্থ্যমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৮ ১০:৩৯:২৯

রেজওয়ান আহমদ সুজন, ওমান :: মরুর দেশ ওমানের স্বাস্থ্যমন্ত্রী ড. আহমেদ বিন মোহাম্মদ আল সাইদী আগামী তিন বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও’র) এক্সিকিউটিভ বোর্ডের প্রথম উপ-সদস্য নির্বাচিত হয়েছেন।

বুধবার ওমানের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল টাইমস অফ ওমানের তথ্য অনুযায়ী জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও’র) ১৪৭ তম অধিবেশনে ওমানের প্রতিনিধিত্বকারী হিসাবে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী। সেই অধিবেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপ-সদস্য হিসাবে নির্বাচিত তিনি।

১৯৪ সদস্য বিশিষ্ট রাষ্ট্রের প্রতিনিধি সমন্বয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এজেন্সিটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হিসাবে কাজ করে। এটি ৩৪ জন স্বাস্থ্য বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত একটি এক্সিকিউটিভ বোর্ডকে নির্বাচন করে তাদের পরামর্শ দেয়। এর বার্ষিক সম্মেলন এবং মহাপরিচালক নির্বাচন, লক্ষ্য এবং অগ্রাধিকার নির্ধারণ এবং ডাব্লুএইচওর বাজেট এবং কার্যক্রম অনুমোদিত করার জন্য দায়বদ্ধ ।  এর বর্তমান মহাপরিচালক হলেন টেড্রস আধানোম। তিনি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এবং ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

সিলেটভিউ২৪ডটকম/২৮ মে ২০২০/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.