Sylhet View 24 PRINT

কাতারে তিনমাসে করোনাজয়ী ৩৭ হাজার ৫৪২ জন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৩ ২০:২২:১৮

কাতার প্রতিনিধি :: মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কাতারে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সর্বপ্রথম করোনা সংক্রমিত ১ জন রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত দেশটিতে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৬২ হাজার ১৬০ জনে পৌঁছেছে। যাদের মধ্য থেকে আজ (বুধবার) পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৭ হাজার ৫৪২ জন। মৃত্যু হয়েছে  ৪৫ জনের।

বুধবার (৩ জুন) স্হানীয় সময় দুপুরে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ সন্দেহে ৫ হাজার ৩৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। যাদের মধ্যে থেকে করোনা সংক্রমিত রোগী আরও ১ হাজার ৯০১ জন সনাক্ত করা হয়েছে। এনিয়ে দেশটিতে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৬২ হাজার ১৬০ জনে পৌঁছালো।

মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টার মধ্যে এই ভাইরাস থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন আরও ১ হাজার ৫০৬ জন। এনিয়ে দেশটিতে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩৭ হাজার ৫৪২ জনে পৌঁছেছে।

এদিকে  আজকেও করোনাভাইরাস এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়  ৫৩ বছর ও ৪৮ বছর বয়সী আরও দুইজনের মৃত্যু হয়েছে, তবে তারা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।

সিলেটভিউ২৪ডটকম/৩ জুন ২০২০/শুয়াইব/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.