Sylhet View 24 PRINT

কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৫ ১২:৪৭:৫৭

কাতার প্রতিনিধি :: কাতারস্থ বাংলাদেশ দূতাবাস গতকাল বৃহস্পতিবার ৪ জুন পাসপোর্ট আবেদন এবং ডেলিভারী সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সেখানে বলা হয়েছে- কাতার প্রবাসী বাংলাদেশী পাসপোর্ট সেবা প্রত্যাশীদের সদয় জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাস (কোভিড -১৯) উদ্ভূত পরিস্থিতিতে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে দূতাবাসের পাসপোর্ট সেবা কার্যক্রমের সময়সূচী নিম্নোক্তভাবে নির্ধারণ করা হলো।

পাসপোর্ট আবেদন গ্রহণ: সকাল সাড়ে ৭টা হতে সাড়ে ১২ টা।
টোকেন প্রদান: সকাল সাড়ে ৭টা হতে সকাল ১০টা পর্যন্ত সর্বোচ্চ ২৫০ টি টোকেন প্রদান করা হবে।
পাসপোর্ট ডেলিভারী প্রদান: দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ।

করোনা ভাইরাসের প্রেক্ষিতে বর্তমানে পাসপোর্ট সেবা প্রদানের প্রয়োজনীয় নির্দেশনাবলী-

১) পূরণকৃত পাসপোর্ট রিইস্যু আবেদন ফরম নিয়ে আসতে হবে।
২ মূল পাসপোর্ট এবং পাসপোর্ট ও কাতার আইডির ফটোকপি (বর্তমান পরিস্থিতির কারণে দূতাবাসের অভ্যন্তরে কোন প্রকার ফটোকপি প্রদান করা হবে না)
৩) একই পরিবারের সদস্যদের পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র একজন সদস্য উপস্থিত থাকবেন। ছবি পরিবর্তনের ক্ষেত্রে পরিবারের সংশ্লিষ্ট আবেদনকারী উপস্থিত থাকবেন।

৪) কোন ক্যাম্প বা কোম্পানীর আবেদনকারীর ক্ষেত্রে একইসাথে ৫ জনের অধিক হলে উপযুক্ত প্রতিনিধি সকল আবেদনকারীর নাম, পাসপোর্ট ও কাতার আইডি নম্বর এবং স্বাক্ষর সম্বলিত কোম্পানীপত্র সহকারে আবেদন জমা করতে পারবেন।
৫) দূতাবাসে পাসপোর্ট আবেদন গ্রহণের পাশাপাশি অনলাইনে পাসপোর্ট আবেদন গ্রহণ কার্যক্রম চলমান থাকবে।
 
৬) দূতাবাসে আগমনকারী সেবা প্রত্যাশীদের আবশ্যিকভাবে মাস্ক পরিধানসহ দূতাবাসের অভ্যন্তরে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং বর্তমান বৈশ্বিক মহামারীর প্রেক্ষিতে সকলের স্বাস্থ্য সুরক্ষার নিমিত্ত সেবা প্রদানকারীদের ধৈৰ্য্যসহকারে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানানো হলো।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.