Sylhet View 24 PRINT

ওমানে করোনায় মারা গেলেন চট্রগ্রামের যুবক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৯ ১০:৫৬:৪৪

ওমান প্রতিনিধি :: মধ্যপ্রাচ্য দেশ ওমানে মহামারি করোনায় প্রবাসীদের মৃত্যুর হার প্রতিদিনই বাড়ছে। তার সাথে বাড়ছে আক্রান্ত সংখ্যা। গত রবিবার ২৫ বছর বয়সী একজন প্রবাসী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

জানা যায়, ওমানের রাজধানী মাস্কাটের আল-হামরিয়া অঞ্চলে বসবাসকারী চট্রগ্রাম জেলার হাটহাজারি উপজেলার ফরহাদাবাদ গ্রামের আরাফাত হোসেন (২৫) করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওমান রয়েল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের খবর নিশ্চিত করেন মাই টিভির ওমান প্রতিনিধি জসিম উদ্দিন। তিনি প্রতিবেদকে জানান, অনেকে বলছেন নিহত ব্যক্তি চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাসিন্দা। কিন্ত পাসপোর্টে তথ্য অনুযায়ী নিহত আরাফাত হাটহাজারি উপজেলার বাসিন্দা।

তবে,ওমানে কোন দেশের কত জন প্রবাসী নাগরিক করোনায় আক্রান্ত ও মৃত্যুবরণ করছেন তা এখন পর্যন্ত নিশ্চিত করেনি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কয়েকদিন পৃর্বে সুপ্রিম কমিটির এক তথ্য অনুযায়ী ৭০ শতাংশ প্রবাসী করোনায় আক্রান্ত।

নিহত আরাফাত মা-বাবা,ভাই-বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

সিলেটভিউ২৪ডটকম/৯ জুন ২০২০/আরএএস/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.