Sylhet View 24 PRINT

ওমানে করোনা ১২ হাজার ১৮৭ জন প্রবাসী আক্রান্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-১১ ১৬:২৬:২৬

রেজওয়ান আহমদ সুজন, ওমান প্রতিনিধি :: মধ্যপাচ্য দেশ ওমানে লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে আশঙ্কা হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে সুস্থের সংখ্যাও বাড়ছে।

বৃহস্পতিবার ( ১১ জুন)  অনলাইনে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে সনাক্ত করা হয় ১ হাজার ৬৭ জন। যা ওমানে করোনার প্রাদুর্ভাব  শুরুর পর থেকে সর্বোচ্চ রেকর্ড।

এছাড়া একদিনে সর্বোচ্চ ৭২৫ জন প্রবাসী ও ৩৪২ জন ওমানি নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ১৯ হাজার ৯৫৪ জন।

যাদের মধ্যে ১২ হাজার ১৮৭ জন প্রবাসী ও ৭ হাজার ৭৬৭ জন ওমানি নাগরিক রয়েছেন।

কোভিড-১৯ আক্রান্ত হয়ে  গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮৩ জন। এ নিয়ে সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৬২৩ জন। যাদের মধ্যে ৩ হাজার ৮০০ জন প্রবাসী ও ২ হাজার ৮৩২ জন ওমানি নাগরিক।

দেশটিতে,  গত ২৪ ঘন্টায় নতুন ৫ জনের মৃত্যু সহ সর্বমোট মারা গেছেন ৮৯ জন। যাদের মধ্যে ৫৭ জন প্রবাসী ও ৩২ জন ওমানি নাগরিক।

এদিকে, ওমানে সুপ্রিম কমিটির দশম সংবাদ সম্মেলনে ২৩২ জন স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে নতুন আরও ৪২ জন সহ সর্বমোট হাসপাতালে ভর্তি আছেন ৩০৮ জন,যাদের মধ্যে ৯২ জন আক্রান্ত রোগী আইসিওতে রয়েছেন। বাকি রোগীদের বাড়িতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।



সিলেটভিউ২৪ডটকম/১১ জুন ২০২০/আরএএস/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.