Sylhet View 24 PRINT

প্রবাসীরা অনুমোদন নিয়ে ওমান ফিরতে পারবেন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১৬ ০৯:৩০:০৩

রেজওয়ান আহমদ সুজন, ওমান থেকে :: মহামারি করোনা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য দেশ ওমানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা যারা দেশে ছুটি গিয়ে আটকে আছেন তারা শর্তসাপেক্ষে পূর্ণরায় ওমানে তাদের কর্মস্থলে ফিরে আসতে পারবেন বলে এমনটা জানিয়েছেন দেশটির বিমানবন্দরে কর্মরত একজন কর্মকর্তা।

বুধবার ( ১৫ জুলাই) দেশটির স্থানীয় গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি জানান, যে সকল প্রবাসীরা কোভিড-১৯ প্রাদুর্ভাবে দেশে ছুটিতে গিয়ে আটকে পড়ছেন তাদের বাংলাদেশে অবস্থিত ওমান দুতাবাসের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

এসময় তিনি জানান, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে আটকে পড়া প্রায় ২৩ জন ওমানি শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া শর্তসাপেক্ষে ওমানি নাগরিকে দেশের বাহিরে ভ্রমনের অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ওমান থেকে ছুটিতে দেশে গিয়ে আটকে পড়া বহু প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ এবং টিকেটের মেয়াদ চলে যাওয়া অনেকটা দুশ্চিন্তা ছিলেন প্রবাসীরা। অবশেষে বিমানবন্দর কর্মকর্তার এমন আশ্বাসে প্রবাসীদের মাঝে কিছুটা হলেও আতঙ্ক দুর হবে বলে এমনটা মনে করছে ওমানে বসবারত প্রবাসী বাংলাদেশিরা।


সিলেটভিউ২৪ডটকম / ১৬ জুলাই, ২০২০ / রেজওয়ান / ডালিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.