Sylhet View 24 PRINT

ওমানে ফের লকডাউনের ঘোষণা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-২১ ১৭:২৭:৩৮

রেজওয়ান আহমদ সুজন, ওমান প্রতিনিধি :: মধ্যপাচ্য দেশ ওমানে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়া ও সামনে ঈদে উপলক্ষে জনসমাগম এড়াতে আবারো লকডাউনের ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম কমিটি।

মঙ্গলবার (২১ জুলাই) সুপ্রিম কমিটির এক অনলাইন বিবৃতিতে জানানে হয়, আগামী ২৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত প্রায় ১৫ দিন ওমানের সকল অঞ্চলে লকডাউনের ঘোষণা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, লকডাইনের সময় সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত সকল ধরনের দোকানপাট বন্ধ ও দিনের বেলা কঠোর টহল ব্যবস্থা থাকবে এবং সকল ধরনের যান চলাচল বন্ধ থাকবে। নিয়ন্ত্রণ পয়েন্টগুলোতে প্রসাশনের কঠোর নজরদারীতে থাকবে।

এছাড়া সকল ধরনের জনসমাগম এড়াতে বাসা-বাড়িতে একত্রিত হয়ে ঈদের জামাত আদায় না করতেন নিষেধ করা হয়েছে এবং সব ধরনের সভা সমাবেশ এড়িয়ে চলতেন বলা হয়। জরুরি প্রয়োজনে বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

এদিকে, গত ২৪ ঘন্টায় নতুন করে দেশটিতে করোনায়  আক্রান্ত হয়েছেন ১৪৮৭ জন। যাদের মধ্যে ১১৫৯ জন ওমানী ও ৩২৮ জন প্রবাসী নাগরিক। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৫৮ জন এবং মারা গেছেন ১১ জন।


সিলেটভিউ২৪ডটকম/২১ জুলাই ২০২০/আরএআস/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.