Sylhet View 24 PRINT

কাতারে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-১৫ ১৮:০৯:১৪

শুয়াইব আহমদ, কাতার :: বাংলাদেশ দূতাবাস কাতারে যথাযোগ্য মর্যাদায় ইতিহাসের মহা নায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

শনিবার স্হানীয় সময় সকাল ৯টায় কাতারস্হ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়।

পরে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।

এরপর একে একে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

রাষ্ট্রদূত আসুদ আহমদের সভাপতিত্বে ও দূতাবাসের তৃতীয় সচিব এ কে এম মনিরুজ্জামান চৌধুরীর পরিচালনায় জাতীয় শোকদিবস এর আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনের নানাদিক নিয়ে স্মৃতিচারণ করেন দূতাবাসে কর্মরত শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, শ্রম কাউন্সিলর মোহাম্মদ রবিউল ইসলাম, পাসপোর্ট ও ভিসা বিভাগের কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হাসান, প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ মাহবুব রহমান।

করোনাভাইরাস এর সংক্রমণ রোধে কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে জাতীয় শোক দিবস এর অনুষ্ঠানে কাতারে বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক দণ্ডপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার জোর দাবি জানান।

অনুষ্ঠান শেষে ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/১৫ আগস্ট ২০২০/এসএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.