Sylhet View 24 PRINT

ওমানে সেলুন ও বিউটি পার্লার খোলার অনুমতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-২৫ ২৩:৪৩:৫৫

রেজওয়ান আহমদ সুজন, ওমান থেকে :: মধ্যপাচ্য দেশ ওমানে মহামারি করোনায় প্রাদুর্ভাব শুরু প্রথম দিকে বন্ধ করে দেওয়া হয় সেলুন ও বিউটি পার্লারসহ প্রায় সব সবকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।

দেশটিতে প্রায় তিন মাস লকডাউন থাকার পর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সেলুন ও বিউটি পার্লার এবং ধাপে ধাপে খুলে দেওয়া হয় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৫শে আগস্ট) দেশটির সুপ্রিম কমিটির বৈঠকে শেষে অাগামী কাল ২৬শে আগস্ট বুধবার  সেলুন, বিউটি পার্লার, হোটেলগুলোর কনফারেন্স রুম, জিম সেন্টার, রেস্তোরাঁ, বিবাহ ভাড়া পরিসেবা, উটের রেস ভেন্যু, ঐতিহ্যবাহী ক্লিনিকগুলোসহ বেশ কিছু প্রতিষ্ঠান  চালু করার অনুমতি দেওয়া হয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর সেলুন ও বিউটি পার্লার খোলার অনুমতি পেয়ে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ব্যবসায়ীরা।

মাস্কাট রুই অঞ্চলের সেলুন মালিক উত্তম কুমার শীল এ প্রতিবেদককে জানান, প্রায় ছয় মাস দোকান বন্ধ ছিল। বার বার দোকানের মালিক ভাড়ার জন্য বলছে। দোকান বন্ধ ভাড়া কোথা থেকে দিবো? আগামীকাল থেকে দোকান খুলতে পারলে ভাড়া পরিশোধ করা সহজ হবে।

উল্লেখ্য, করোনার কারণে চলতি বছরের ১৮ মার্চ ওমানে সেলুন ও বিউটি পার্লার বন্ধ করে দেওয়া হয়।


সিলেটভিউ২৪ডটকম / ২৫ আগস্ট, ২০২০ / রেজওয়ান / ডালিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.