Sylhet View 24 PRINT

ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-০৩ ১৬:৪৮:৫৪

রেজওয়ান আহমদ সুজন, ওমান :: মধ্যপ্রাচ্য তেল সমৃদ্ধ দেশ ওমানে পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সুপ্রিম কমিটি।

২ মে (রবিবার) সুপ্রিম কমিটির জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে জানানো হয় চলমান লকডাউন আগামী ১৫ মে  পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৮ মে থেকে ১৫ মে প্রতিদিন সন্ধ্যা ৭:০০টা থেকে ভোর ৪:০০টা পর্যন্ত পুরো ওমান জুড়ে কারফিউ ঘোষনা করা হয়।

লকডাউন চলাকালীন অবস্থান দিনের বেলা খাদ্য দ্রব্য সামগ্রীর দোকান, পেট্রোল পাম্প, হাসপাতাল ও ফার্মেসি ব্যতীত সব ধরণের বাণিজ্যিক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে দেশটির সুপ্রিম কমিটি। এছাড়া কারফিউ চলাকালীন অবস্থায় সব ধরনের যানবাহ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে হোম ডেলিভারি পরিষেবা চালু থাকবে।

সাধারণত ঈদে কেনাকাটা ভিড় এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সুপ্রিম কমিটি। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে আলোচনা করেন জানা যায় এমন সিদ্ধান্তে করোনা আক্রান্ত সংখ্যা কিছুটা কমলেও ব্যবসা প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে।


সিলেটভিউ২৪ডটকম / ৩ মে, ২০২১ / রেজওয়ান / ডালিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.