আজ বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় বিদ্যুতের আলোয় আলোকিত ১০১৫ পরিবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৪ ২২:২০:২৬

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে উপজেলার ১৩টি গ্রামের ১০১৫ পরিবার।

উপজেলার সুয়ারারতল, আদর্শগ্রাম, শিমুলিয়া, দাসপাড়া, বড়থল, রুকনপুর, বাড্ডা, রাঙ্গীনগর, বড়ময়দান, চুলারকুড়ি, পশ্চিম গগড়া, দ্বিতীয়ারদেহী, লঘাটি গ্রাম বিদ্যুতায়নে ব্যয় হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৪ জুন) বিকেলে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। .

এ উপলক্ষে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুতের পরিচালক রঞ্জিত কুমার দাস। এতে পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন পল্লী বিদ্যুতের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস। 

সিলেটভিউ২৪ডটকম/১৪ জুন ২০১৮/আরপি/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন