Sylhet View 24 PRINT

মৌলভীবাজার শহর প্লাবিত হওয়ার আশংকা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৬ ১৫:২৪:২৯

মৌলভীবাজার প্রতিনিধি :: যে কোন সময় মৌলভীবাজার শহর প্লাবিত হতে পারে। বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য মৌলভীবাজারে সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে।

শহর রক্ষা বাঁধে অতিরিক্ত বালুর বস্তা দেয়া হয়েছে। শহরের জনসাধারণের মনে চরম আতঙ্ক বিরাজ করছে।

শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক জরুরী বিজ্ঞপ্তিতে জানান, মৌলভীবাজার জেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মনু নদীর পানি ইতোমধ্যেই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে যেকোন সময় মৌলভীবাজার শহর রক্ষা বাঁধ উপচে পানি শহরের ভিতর প্রবেশ করতে পারে। এমতাবস্থায় শহরবাসীকে তাদের গুরুত্বপূর্ণ মালামালসহ নিজেদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।  একই সাথে আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটতে পারে এমন কোনো কাজে লিপ্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান শহরের সবাই নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশ দিয়েছেন। 

সিলেটভিউ২৪ডটকম/১৬ জুন ২০১৮/ওএফএন/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.