আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন বড়লেখার নাজিম উদ্দিন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২৪ ১৩:১৫:২২

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: এবার মৌলভীবাজার জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন বড়লেখা উপজেলার মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মুহাম্মদ নাজিম উদ্দিন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ উপলক্ষে বুধবার(১৯ সেপ্টেম্বর)জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাঁর নাম ঘোষণা করে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর নাজিম উদ্দিন উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

সোমবার(২৪ সেপ্টেম্বর)বিষয়টি নিশ্চিত করে শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন জানান, এবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ্বতের লড়াইয়ে তিনি অংশ নেবেন। এ জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, মুহাম্মদ নাজিম উদ্দিন বড়লেখা পৌরসভাধীন গাজিটেকা গ্রামের মরহুম কুটুচান্দ মিয়া ও খয়রুন নেছার প্রথম ছেলে। তিনি ২০০৩ সালে প্রাথমিক বিদ্যালয়ের চাকুরিতে প্রবেশ করেন। এরপর পর্যায়ক্রমে তিনি সুফিনগর,
সুজাউল, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ প্রায় ১৫ বছর যাবত সুনামের সাথে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখি, খেলাধুলা, রক্তদান ও স্কাউটিং-এর সঙ্গে জড়িত রয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/২৪সেপ্টম্বর২০১৮/এজেএল/ আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন