Sylhet View 24 PRINT

বড়লেখায় মীনা দিবস উদযাপন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২৪ ১৭:৪০:২৬

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: ‘মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই' এ স্লোগানে মৌলভীবাজারের বড়লেখায় মীনা দিবস-২০১৮ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করে একই জায়গায় এসে শেষ হয়।

সেখানে আলোচনা অনুষ্ঠিত সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া।

প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ।

মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি, ঝরেপড়া রোধ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মীনা দিবস উদযাপন করা হয়। ১৯৮৯ সাল থেকে সারা দেশে দিবসটি উদযাপিত হয়ে আসছে।


সিলেটভিউ২৪ডটকম/২৪ সেপ্টেম্বর ২০১৮/এজেএল/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.