আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২৮ ০১:৩৩:০৩

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় 'বাল্যবিবাহ প্রতিরোধ করে মাতৃমৃত্যু হ্রাসকরণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টম্বর) দুপুরে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনএফপিএ-এর যৌথ উদ্যোগে এ কর্মশালা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব আ.ই.ম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. শাহজাহান কবির চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খান, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আহম্মদ হোসেন, বড়লেখা পৌরসভার মেয়র কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী প্রধান মিজানুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকান্দ দাস নান্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা প্রমুখ। কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, কাজী, রাজনীতিবিদ, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশ নেন।

সিলেটভিউ২৪ডটকম/২৮ সেপ্টেম্বর ২০১৮/এজেএল/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন